Patra & Pan Crop Production
..........................কৃষকের সাথে কৃষকের পাশে

আলুর ধসা রোগ ও তার প্রতিকার

আলুর ধসা রোগ


 বর্তমানে আলু চাষীদের কাছে সবথেকে বড়ো সমস্যা হলো এই ধসা রোগ. আলুর ধসা রোগ দুই প্রকার 

১ :- জলদি ধসা   Early Blight (Alternaria solani)
২ :- নাবি ধসা      Late Blight  (Phytophthora infestans)

 শুস্ক আবহাওয়ায় ছিটেফোঁটা বৃষ্টি, একটানা মেঘ, ঘন কুয়াশা এই সমস্ত আবহাওয়া হলো ধসা রোগের প্রাদুর্ভাবের উপযুক্ত সময়. প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে বীজশোধন করা (CARBOXIN 17.5 % +  THIRAM 17.5% FF @  4 গ্রাম/ লিটার /কেজি  3 মিনিট ভিজিয়ে রাখা. অথবা TRICHODARMA VIRIDE @ 4-5 গ্রাম করে প্রতি লিটার জলে গুলে 10 মিনিট ভিজিয়ে রাখা উচিত.) রোগ প্রতিরোধক জাত ব্যাবহার করা উচিত.

জলদি ধসা :- 

                    জলদি ধসা প্রাথমিক ভাবে আলুগাছের গোড়ার দিকে দেখা যায় ও পরে উপরের পাতাতেও বাদামি বর্ণের গোলাকার দাগ ছড়িয়ে পরে. আক্রান্ত পাতা  ধীরে ধীরে উপরের দিকে গুটিয়ে যায় ও শুকিয়ে পড়ে.
Late Blight of potato

    নাবি ধসা :- 

             নাবি ধসার সমস্যায় প্রথমে পাতার কিনারা বরাবর ও পাতার উপরে জলে ভেজা বাদামি দাগ দেখা যায় পরে দাগ গুলো কালো হয়ে পচে যায়. পচা অংশ গাছ থেকে ঝরে পড়ে. কোনো কোনো  সময় এই রোগ কান্ডতেও দেখা যায়. মেঘলা,ভেজা ভেজা আবহাওয়াতে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে. আক্রান্ত জমিতে সেচের খুব প্রয়োজন হলে তবেই অল্প পরিমানে সেচ দিন. এই সময় চাপান সার দেওয়া যাবে না.

       এই রোগে আক্রান্ত হলে একই ঔষুধ বার বার দেওয়া যাবে না, 10 থেকে 12 দিন অন্তর অন্তর স্টিকার মিশিয়ে  নিম্ন লিখিত ঔষুধ গুলো ব্যাবহার করতে পারেন.

METALAXYL 8% + MANCOZEB 64%  (72% WP) @ 2.5 GM  / LIT OF WATER.

MENCOZEB 64% + CYMOXANIL 8% (72% WP) @ 2.5 GM / LIT OF WATER.

METALAXYL-M/MENFENOXAM  4% + MANCOZEB 64% (68% WP)  @ 2.5 GM  / LIT OF WATER.
FENAMIDON 10% + MENCOZEB 50% (60% WDG) @ 2.5 GM  / LIT OF WATER.

DIMETHOMORPH 9% + MANCOZEB 60% (69% WP) @ 3 GM / LIT OF WATER.

এই সমস্ত ঔষুধ সকাল 11 টার আগে ও বিকেল 3 টার পরে স্প্রে করা ভালো.

জলদি ধসা নিয়ন্ত্রণ ও নাবি ধসার সাবধানতা হিসাবে প্রথমে
 COPPER OXYCHLORIDE 50% WP @  4 GM / LIT OF WATER. তারপর
 MANCOZEB 75% WP @ 2.5 GM / LIT OF WATER.    তারপর
 PROPINEB 70% WP  @  3 GM  / LIT OF WATER.  এই ভাবে প্রয়োগ করা হয়.

এই রোগে CARBENDAZIM 50% WP , THIOPHANATE METHYL 75% WP , এই সমস্ত ঔষুধ তেমন একটা ভালো কাজ করে না .

4 comments:

  1. এই ঔষধ গুলো কোথায় পাওয়া যাবে।

    ReplyDelete
  2. এই ঔষধ গুলো কোথায় পাওয়া যাবে।

    ReplyDelete
  3. ইমুতে কাজ করা হয়01916373381এটা নতুন নাম্বার বন্দুরা সেক্স করতে কল দেও
    01916373381
    সেক্স করলে ১০০ ভাগ সেভ থাকবে
    ১বার টাই করে দেখ
    💜💜আমি নাদিয়া💜💜
    "আমি টাকার বিনিময়ে ফোন ও ভিডিও সেক্স করি
    ♦♦ফোন সেক্স (অডিও)= ১ঘন্টা=৫০০ টাকা। ( ৩
    দিন=১৫০০ টাকা) [১ মাস=৮০০০ টাকা]
    ( প্রতিদিন ১ ঘন্টা করে) ।
    ♦♦ভিডিও সেক্স ইমু (Imo)সেক্স = ১ ঘন্টা=১৫০০টাকা ( ৩ দিন=৩০০০ টাকা) ।[১ মাস =১৫,০০০ টাকা]
    ( প্রতিদিন ১ ঘন্টা করে) ।।

    ## টাকা অগ্রিম বিকাশ করতে হবে।
    ## মোবাইল নাম্বার +বিকাশ নম্বর===01916373381
    ##বাকিতে কোন কাজ করা হয় না

    ReplyDelete
  4. ইমুতে ভিডিও কলে কাজ করি
    Whatsapp নাম্বারে কন্টাক করো
    01726-673176
    Imo video call service.!

    ইমুতে ভিডিও কলে কাজ করি
    Whatsapp নাম্বারে কন্টাক করো
    01726-673176
    Imo video call service.!

    ইমুতে ভিডিও কলে কাজ করি
    Whatsapp নাম্বারে কন্টাক করো
    01726-673176
    Imo video call service.!

    ইমুতে ভিডিও কলে কাজ করি
    Whatsapp নাম্বারে কন্টাক করো
    01726-673176
    Imo video call service.!

    ReplyDelete