Bitter gourd ####### করলা
উচ্ছে/ করলা
জাত
করলা উন্নত জাত :-
পুসা দো- মৌসুমী, লং গ্রীন, সুপার লং, চমন কিরণ,কোম্বাটুর লং, কো - ১,পুসা স্পেশাল,ইত্যাদি.
উচ্ছে উন্নত :- ঝুমকো, বোল্ডার, চিনা,হাফ লং, অর্ক হরিৎ,
হাইব্রিড জাত :- মাহিকো,হোয়াইট লং,মাহিকো গ্রীন লং, নিধি,
চমন,মিকি, তুষি, পালি, হিড়িম্বা,কোহিনুর, পাঞ্চালি,এস বি.টি.এইচ
-১০১ ও ১০২,সিডোরি লং, ইউ.এস -৬২১৪,ইত্যাদি.
বোনার সময়
:-
উন্নত জাত -গ্রীষ্ম -পৌষ - মাঘ,
বর্ষা-আষাড়,
হাইব্রিড জাত –আষাড় -
বীজের হার
:-
উন্নত জাত :- ১.৭৫- ২ কেজি/একর,
হাইব্রিড জাত
- ৭৫০ গ্রাম/একর,
রোপনের
দূরত্ব :-
গ্ৰীষ্ম - ৪ ফুট * ১.৫ ফুট
বর্ষা - ৪ ফুট * ২ ফুট ,
হাইব্রিড - ৪ ফুট * ২ ফুট
সার প্রয়োগ
:- মিস্টি কুমড়োর মতো
ফলন :-
বীজ বসানোর ২ মাস পরথেকে পরবর্তী ২ - ২.৫
মাস পর্যন্ত ফসল তোলা যাবে .
উন্নত জাত - ৩০ - ৪৫ কুইন্টাল/
একর,
হাইব্রিড
জাত :- ১২৫ - ১৫০ কুইন্টাল/ একর ,
Post a Comment