Patra & Pan Crop Production
..........................কৃষকের সাথে কৃষকের পাশে

Leaf curling in chillie


লংকার জমিতে একটি প্রধান সমস্যা হল পাতা কুঁকড়ানো রোগ বা Leaf curling . এটি একটি virus ঘটিত রোগ. 

সাধারণত লংকার জমিতে এই রোগ বেশি দেখা যায়. আক্রান্ত গাছের পাতা  বিবর্ণ হয়ে কুঁকড়ে যায়. পাতায় কোনো কোনো সময় হলুদ দাগ বা হলুদ নকশা দেখা যায়. গাছের পাতার কিনারা শক্ত হয়ে উপরের দিকে নৌকোর মতো হয়ে কুকঁড়ে যায়. আক্রান্ত গাছে স্বাভাবিকের তুলনায় বেশি ডাল-পালা দেখা যায়, গাছে ফুল-ফল কম আসে,গাছ ছোট হয়ে বসে থাকে, ফলন কমে যায়.এই রোগ বাহকপোকা সাদামাছি ও শ্যামাপোকার মাধ্যমে ছড়ায় তাই জমিতে সাদামাছির প্রাদুর্ভাবের দিকে বিশেষ নজর রাখা দরকার.

জলদি জাতে এই রোগ বেশি দেখা যায়.
আক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে.
জমি ও জমির আল আগাছা মুক্ত রাখতে হবে.
সাদামাছি দমনের ব্যবস্থা নিতে হবে. 

প্রতিকার:- 


*1> চারা তৈরি করার সময় বীজতলা নাইলনের জাল দিয়ে ঢেকে রাখতে হবে.

*2> IMIDACLOPRID 70 WG ৩ মিলি ১০ লিটার জলে গুলে বীজ শোধন করতে হবে.

*3> রোপনের আগে IMIDACLOPRID 70 WG দিয়ে চারার শেকড় ১০ মিনিট ডুবিয়ে রেখে শোধন করে নিতে হবে.

*4> তিনটি লাইন ছাড়া ছাড়া  ভুট্টার গাছ বেড়া শস্য( Barrier crop) হিসাবে ব্যাবহার করা যেতে পারে (কারন সাদামাছি বেশি উপরে উড়তে পারেনা আর ভুট্টার গাছ তুলনামূলক উচতায় বেশি.)

*5> হলুদ আঠালো ফাঁদ ব্যাবহার করুন বিঘা প্রতি ৬ থেকে ৮ টি.

*6>  প্ৰাথমিক ভাবে ১০০০০ পি পি এম এর নিমতেল ৩ মিলি করে প্রতি লিটার জলে গুলে ১০ থেকে ১২ দিন অন্তর অন্তর  ৩ টি স্প্রে  ব্যাবহার করাযেতে পারে. 

রাসায়নিক ঔষুধ:-


  • ACEPHATE 75% SP @ 1.5 GM / 2 LIT OF WATER.(Asataf,Starthane,Lancer)
  • ACETAMIPRID 20% SP 1 GM/5 LIT OF WATER.( Manik,Ekka)
  • FLONICAMID 50% WG @ 1 GM / 5 LIT OF WATER.(Ulalla)
  • IMIDACLOPRID 17.8% SL @ 1 ML  / 5 LIT OF WATER.(Confidor, Tatamida, Chemida, Atom, Imidagold,)
  • ETHIPROLE 40 % + IMIDACLOPRID 40% WG @ 1 GM /  3 LIT OF WATER. (Glamour)


No comments