Brinjal cultivation বেগুন চাষ
বেগুন
মাটি:-
প্রায় সব ধরনের মাটিতে বেগুন চাষ হয়.মাটির PH ৫-৬ মতো থাকলে বেগুন চাষের জন্য ভালো.বীজ বোনার সময় :- (উন্নত জাত)
গ্রীষ্ম - পৌষ – মাঘবর্ষা - বৈশাখ
শীত - ভাদ্র
হাইব্রিড -মাঘ - আষাড়
জাত :-
গ্রীষ্মকালীন জাত - পুসা ক্রান্তি, মাকড়া, ইত্যাদিশীতকালীন জাত - মুক্তকেশী, পুসা ভৈরব, কৃষ্ণনগর লং গ্রীন, অর্ক নিধি, অর্ক কেশব, নুরকী, ইত্যাদি .
বর্ষাকালীন জাত - পুসা ক্রান্তি, রাজপুর সিলিকেশন, রাজকৃষ্ণ, ব্ল্যাক বিউটি, পুসা পার্পল লং, পুসা পার্পল ক্লাস্টার ইত্যাদি.
হাইব্রিড জাত - সৌরভ, সুচিত্রা, সুপ্রিয়া,কুশল, কপিল, ব্ল্যাক লং, গার্ডেন কিং, ব্ল্যাক রাউন্ড,অক্ষয়, কানাহা, রোহিনী, রাগিনী, সাকা, পুসা হাইব্রিড- ৫,৬,৯ ইত্যাদি.
বীজের হার :-
উন্নত জাত - ১২০ – ২০০ গ্রাম প্রতি একরহাইব্রিড জাত - ৫০ – ৬০ গ্রাম প্রতি একর,
রোপনের দূরত্ব :-
উন্নত জাত :- ২ ফুট * ২ ফুটহাইব্রিড জাত :- ২.৫ ফুট * ২ ফুট
(১ মাস বয়সী চারা)
সার প্রয়োগঃ-
জমি তৈরির সময় গোবর সার অথবা কম্পোস্ট সার বিঘা প্রতি ১০০ থেকে ২০০ কেজি এবং মাটির স্বাস্থ্য অনুসারে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে .চাপান সার হিসাবে নাইট্রোজেন ও পটাশ সার ২১ দিন এবং ৪০ দিন অন্তর দিতে হবে . অণুখাদ্যের অভাব জনিত মাটিতে মিশ্র অনুখাদ্য (গ্রেড -২ অথবা গ্রেড - ৪)প্রয়োগ করুন . শীতকালীন এবং হাইব্রিড জাতের জন্য তুলনামূলক বেশি সার এর প্রয়োজন.ফলন :-
চারা বসানোর ২ মাস পর থেকে পরবর্তী ২ -৩ মাস ফলন দেয় .উন্নত জাত:- ৭৫ - ১০০ কুইন্টাল / একর
হাইব্রিড জাত :- ১০০ - ১৫০ কুইন্টাল / একর
Post a Comment