Patra & Pan Crop Production
..........................কৃষকের সাথে কৃষকের পাশে

TOMATO CULTIVATION, টমেটো চাষ


টমেটো




মাটি :-

ভালো জলনিকাশী  বাবস্থাযুক্ত বেলে দো-আঁশ মাটি, PH ৬-৭ এর মধ্যে হলে টমাটোর চাষের জন্য উপযোগী.

বীজ বোনার সময় :-

   জলদি জাত - আষাড় থেকে  শ্রাবণ
  প্রধান ফসল - ভাদ্র থেকে আশ্বিন
   নাবী জাত    - কার্তিক থেকে পৌষ

জাত


উন্নত :-   পুসা রুবি, পুসা আর্লি ডোয়ার্ফ, সেওক্স, বেস্ট অফ অল  ইত্যাদি

প্রধান ও নবি :- পুসা  রুবি ,পুসা ১২০, পুসা গৌরব, গোল্ডেন  কুইন ইত্যাদি

হাইব্রিড :- অবিনাশ-২,রজনী,রোহিনী,রুপালি নবীন, রশ্মি, মঙ্গলা,নাথ-৮৮ , ইত্যাদি

দেশি আকারের টক স্বাদ :- শক্তি,লক্ষ্মী,দেশি নাম্বার ১,অভিলাষ,তৃপ্তি,অরুণা ইত্যাদি


 চেরি টমাটো
চেরি টমাটো:- দেখতে  অনেকটা চেরি ফলের মতো লাল লাল ছোট আকৃতির. ফল হিসেবে খাওয়া হয়. শীতকালে টমাটোর মতো একইভাবে চাষ করা হয়. জাত :-  হাইব্রিড - গার্ডেন বিউটি, নম্বর- ৩৬৬, সানচেরি, প্রিমিয়াম, রেগি, সুইট-১০০, ইত্যাদি

বীজের হার :-

               উন্নত জাত   -  ১৭৫ - ২০০ গ্রাম প্রতি একর
               হাইব্রিড জাত - ৪০-৫০ গ্রাম প্রতি একর,

রোপনের দূরত্ব :-

                   ২.৫ ফুট *  ২ ফুট,

সার প্রয়োগঃ-

জমি তৈরির সময় জৈব সার বিঘা প্রতি 100 kg  এবং মাটির স্বাস্থ্য অনুসারে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে .চাপান সার হিসাবে নাইট্রোজেন ও পটাশ সার ২১ দিন এবং ৪০ দিন অন্তর  দিতে হবে . অণুখাদ্যের অভাব জনিত মাটিতে  বোরন , জিঙ্ক ,মলিবডেনাম ও সালফার ঘটিত মিশ্র অনুখাদ্য প্রয়োগ করুন . মাটিতে প্রয়োগ করলে ৩ থেকে ৪ টি ফসলে এক বার প্রয়োগ করলেই চলবে . প্রয়োজনে পাতায় স্প্রে করার অনুখাদ্য ১ থেকে ১.৫ মাস বয়সে স্প্রে করা যায় .

জলসেচ :-

              প্রয়োজন মতো জলসেচ দেওয়া প্রয়োজন শুস্ক মাটিতে হটাৎ জলসেচ দিলে ফল ফেটে যায় .

ফলন :-

             চারা রোযার ২ মাস পর থেকে ফলন তুলতে পারেন.

No comments