Pumpkin cultivation ####### কুমড়ো চাষ
কুমড়ো জাতীয় সবজী
প্রায় সব
মাটিতেই চাষ করা গেলেও দো-আঁশ মাটি বেশি উপযুক্ত.মাটির পি এইচ ৫.৫ -এর কম হওয়া
উচিত নয়.
মিস্টি কুমড়ো বা স্কোয়াশ
জাত :-
কুমড়ো–
উন্নত :
চৈতালি, অর্ক চন্দন,অর্ক
সূর্যমুখী,
বৈদ্যবাটী, ইয়ালো ফ্রেশ, বোরো লাল, গ্রীন
হাবার্ড,
কো - ১ ও ২, ইত্যাদি.
হাইব্রিড :-
পুসা হাইব্রিড- ১,এম পি এইচ - ১,হাফসুন,ট্র্রিক,লীলা,এম এইচপিকে ২ ও ৪,স্পিরিট ইত্যাদি .স্কোয়াশ হাইব্রিড :- সোফিয়া, গ্রীন টাইপ, আম্বাসাডর, টেবল এস, গোল্ডরাস, প্রেসিডেন্ট, সিওল গ্রীন, গ্রীনবল হাউস, বুলাম,
ইয়েলো জুক্কিনি, ইত্যাদি
বোনার সময়
:-
গ্রীষ্ম - অশ্বিন - পৌষ .
বর্ষা - আষাড়
বোনার হার
:-
উন্নত জাত - ২ কেজি /একর,
হাইব্রিড জাত - ৩৫. - ৪০০ গ্রাম/একর,
রোপনের
দূরত্ব :-
৬ ফুট * ৪ ফুট
সার প্রয়োগ
:-
জমি তৈরির সময় গোবর
সার অথবা কম্পোস্ট সার বিঘা প্রতি ১০০ থেকে ২০০ কেজি এবং মাটির স্বাস্থ্য অনুসারে রাসায়নিক সার
প্রয়োগ করতে হবে .চাপান সার হিসাবে নাইট্রোজেন ও পটাশ সার ২১ দিন এবং ৪০ দিন
অন্তর দিতে হবে . অণুখাদ্যের অভাব জনিত
মাটিতে মিশ্র অনুখাদ্য (গ্রেড -২ অথবা
গ্রেড - ৪)প্রয়োগ করুন . শীতকালীন এবং হাইব্রিড জাতের জন্য তুলনামূলক বেশি সার এর
প্রয়োজন.
ফলন :-
Post a Comment