PANCHAGAVYA, পঞ্চগব্য
পঞ্চগব্য
The Sanskrit word PANCHAGAVYA means “Five cow derivatives”. Those are Cow dung, Cow urine, Milk, Curd & Ghee. In Ayurveda it called Cowpathy.
Five cow derivatives |
উপকরণ - ৫ কেজি কাঁচা গোবর, ৩ লিটার গোমুত্র, ২ লিটার দুধ, ২ কেজি টক দই এবং ১ কেজি ঘি।
প্রথমে সমস্ত উপকরণ গুলি একটি ঢাকনা যুক্ত পাত্রে ভালোভাবে মিশিয়ে ৯ থেকে ১০ দিন ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে, প্রতিদিন ২-৩ বার সোজাসুজি ও বিপরীত ভাবে ক্রমান্বয়ে নাড়াতে হবে।
১০ থেকে ১২ দিন পর প্রতিলিটার জলের সাথে ৩০ গ্রাম পঞ্চগব্য মিশিয়ে বীজশোধন এবং মাটি ও গাছের পাতায় স্প্রে হিসাবে ব্যবহার করা যায়। মিশ্রণটি ১ মাসের মধ্যে ব্যবহার করে শেষ করতে হবে।
সমৃদ্ধ পঞ্চগব্য তৈরীর জন্য উপরের মিশ্রণটির সাথে আরো ৩ লিটার আঁখের রস, ৩ লিটার নারিকেলের জল ও ১২ টি পাকা কলা মেশানো হয়, ২০ লিটার সমৃদ্ধ পঞ্চগব্য মিশ্রণের সাথে ৬৫০ লিটার জল মিশিয়ে এক একর ফসল খেতের মাটিতে প্রয়োগ করা যায়।
পঞ্চগব্য শুধু মাটি বা গাছেই ব্যবহার করা যায় তা নয় এছাড়াও শুকর, ভেড়া ও ছাগলের সুস্বাথ্য গঠন ও মাংস উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য করে, মাছ চাষের ক্ষেত্রে পুকুরে বিভিন্ন শেওলা, আগাছা, ও ছোট ছোট পোকা তৈরীতে সাহায্য করে যা মাছের বৃদ্ধির জন্য খুবই উপযোগী।
It is so helpful information..I will try this.
ReplyDelete