Patra & Pan Crop Production
..........................কৃষকের সাথে কৃষকের পাশে

BRINJAL SHOOT AND FRUIT BORER

বেগুনের ফল ও ডাটা ছিদ্রকারী পোকা


Brinjal shoot and fruit borer - ( Leucinodes orbonalis )


বর্তমানে বেগুনজাতীয় ফসলে ফল ও ডাটা ছিদ্রকারী পোকার আক্রমণ খুবই গুরুতর সমস্যা. এই পোকার কীড়া গাছের ডগার নরম অংশে  ও ফলের মধ্যে প্রবেশ করে খেয়ে ফেলে ফলস্বরূপ গাছের ডগার দিক ঝিমিয়ে পড়ে ও ধীরে ধীরে শুকিয়ে যায়.সবুজ বা হলদে রঙের লেদা ফল ফুটো করে খায়. ফলের মধ্যে ফুটো থাকে ফলের আকার নষ্ট হয়ে যায় ও ফল ধীরে ধীরে পচে নষ্ট হয়, কোনো কোনো সময় লেদার শরীর বাইরে থেকে ও দেখা যায় . আক্রান্ত ডাটার নিচ থেকে কেটে ফেলা ও আক্রান্ত ফল তুলে নিয়ে পুড়িয়ে ফেলা বা মাটি চাপা দেওয়া উচিৎ.  




  • ফেরোমোন ফাঁদ ব্যাবহার করুন বিঘা প্রতি ২ থেকে ৩ টি এবং 
  • ৬৫০০ টি বন্ধুপোকা ট্রাইকোগামা চিলিনিস ছাড়া যায় .
  • আলোক ফাঁদ ব্যাবহার করে পূর্ণাঙ্গ মথকে মেরে ফেলা যায়.
  • প্রতিরোধ মূলক জাতের ব্যাবহার করতে হবে.



আক্রান্ত ফল বাড়িতে এনে কাঁচের জারের মধ্যে ঢেকে রেখে লক্ষ্য রাখতে হবে কবে ফল থেকে পোকার কীড়া বাইরে বেরিয়ে আসছে. কীড়া বার হবার ২ থেকে ৩ দিনের মধ্যে কীটনাশক স্প্রে করলে বেশি পোকা মারা যায়. 




রাসায়নিক ওষুধ হিসাবে :-



  • SPINOSAD 45% SC @ 1 ML / 5 LIT OF WATER. (Trecer,Taffin,Spintor,Conserve,Charge)
  • THIODICARB 75% WP @ 1 GM / LIT OF WATER.(Larvin,Spiro)
  • FIPRONIL 5 % SC @ 1ML/LIT OF WATER.(Regent Sc,Tizeb,Mahabir,Crigent,Surgent)
  • FLUBENDIAMIDE 20% WDG @ 1 GM  / 4 LIT OF WATER.(Takumi)
  • NOVALURON 5.25 % + INDOXACARB 4.5 % SC @ 1.5 ML/LIT OF WATER. ( Plethora-ADAMA)




  • Avoid using synthetic pyrethroids as they cause resurgence of sucking pests.
  • Avoid using insecticide at the time of fruit maturation and harvest.

No comments