knol khol cultivation ####### ওলকপি
ওলকপি
মাটি :-
বেশি গভীরতা মাটি উপযুক্ত .
জাত :-
উন্নত জাত :-
হোয়াইট ভিয়েনা, পার্পল
ভিয়েনা, গোলিয়াত, কিং অফ মার্কেট,সফেদ
রাজা,আর্লি হোয়াইট,লার্জ
গ্রীন, পূজা কাঞ্চন,ইত্যাদি
হাইব্রিড জাত :-
কিং অফ মার্কেট, উইনার,কোলিরি, কুইকোস্টার, হোয়াইট ড্যানিউব,কোসাক, ইত্যাদি.
লাল এবং পিঙ্ক ওলকপি
লাল রঙের কপি কিন্তু ভেতরের রং সাদ . আলুর মতো নরম আঁশহীন এবং খেতে
মিষ্টি ও সুস্বাদু . সালাদ ও তরকারি রান্নার কাজে ব্যবহৃত হয় . গড় ওজন ১৫০ গ্রাম .
রোয়ার ৫৫ - ৬০ দিনের মধ্যে তোলার উপযোগী হয়. কপি কম ফাটে, কেলিব্রি , নাভোরা, ইত্যাদি হলো হাইব্রিড জাত . শীতকালীন
ওলকপিরমতোই চাষ করা যায় .
বোনার সময় :-ভাদ্র - কার্তিক
১ মাস বয়সী চারা
বীজের হার :-
উন্নত জাত :- ৪০০ - ৫০০ গ্রাম/একর,
হাইব্রিড জাত :- ২০০-
২৫০ গ্রাম/একর,
সার প্রয়োগ
:-
ফুলকপির মতোই সার ব্যাবহার করলেই হবে.
ফলন :-
চারা
বসানোর ১ মাস পর থেকেই ফলন তোলা যায় পরবর্তী ১ - ১.৫ মাস ফসল তোলা যায়. একর
প্রতি ৭৫ - ১০০ কুইন্টাল.
Post a Comment